স্বপ্ন গ্যারেজ
_______
পুরনো স্বপ্ন গুলোকে মেরামত করবো বলে
গ্যারেজ খুলেছি সপ্তাহ খানেক আগে,
এরপর থেকে আমি এখানেই আছি
এখানেই আমাকে পাবে ৷
তুমি কি জানো?
তোমায় নিয়ে দেখা স্বপ্ন গুলো সব;
রঙ হারিয়েছে!
খরস্রোতা ঐ নদীটি যেমন তার ঢেউ হারিয়েছে!
তিস্তা যেমন আর উত্তাল হয় না আগের মতো,
শুধুই বালুচর চারিদিকে,
দিনে দিনে অনাদরে তেমন
স্বপ্ন গুলোও শুধু হয়েছে ফিকে!
আজ স্বপ্নরা যখন প্রশ্ন করে আমায়
তাদের রঙ হারানোর বেদনায়!
মেঘে ভরা আখি দুটি তখন আশ্রয় খুঁজে-ফিরে
ঐ আকাশের নীলিমায়!
বিশ্বাস করো;
নতুন করে তাই তোমায় নিয়ে
আর কোন স্বপ্ন দেখিনা এখন,
পুরনো গুলোর রঙ ফেরাতেই-তো
কেটে যাবে আরো সহস্র বছর,
আরো কত শত জনম!
✍️আসরাফুজ্জামান সোহেল।