তুমি যখন বলেছ,বেঁচে থাকার জন্য-
আমাকে তোমার খুব বেশি প্রয়োজন,
আর আমি তখন বলেছি
তুমিই আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্যে,
তোমার জন্যই সব আয়োজন!
তুমি যখন বলেছ,
কোন এক শীতে আমায় নিয়ে দেখতে চাও
ভোরের কুয়াশা মাখা সূর্যদয়,
আর আমি তখন বলেছি
শুধু শীত গ্রীষ্ম কিংবা বর্ষা নয়,
আমার প্রতিটি ভোরই হোক তুমি ময়।
তুমি যখন বলেছ,
বিষন্ন সন্ধ্যা গুলোতে তোমার নাকি
-আমাকে ভীষণ মনে পরে,
আর আমি তখন বলেছি
তোমাকে ছাড়া প্রতিটি সন্ধা'ই
আমাকে কেমন যেন বিষন্ন করে!
আসলে দুজনেই ছিলাম ঠিক,
ভালোবাসাটা ছিল তোমার অভাবে,
আর আমার স্বভাবে!
স্বভাবে
_____
✍️আসরাফুজ্জামান সোহেল