ঘাসের পাতা
অল্প অল্প দুলছিল,
নদীর ধারে
দখিনা বাতাস বইছিল,
মাঝ নদীতে
সারি গান কেউ গাইছিল,
জানলার পাশে
হাসনাহেনা ফুল ছিল,
আকাশ জুড়ে
জোছনা মাখা চাঁদ ছিল,
তারা গুলো
মিটি মিটি জ্বলছিল,
মনের মধ্যে
প্রেমাতাল সুর ছিল,
গাছে গাছে
ঝিঝি পোকার ডাক ছিল,
জোনাকিরাও বুঝি
তোর কথাই কইছিল!
শুধু তোর জন্যই
এই বৈরাগী মনেও
এক সমুদ্র প্রেম ছিল।
✍️আসরাফুজ্জামান সোহেল