আকাশের ঐ তারায়
যদিগো মন হারায়
ভেবো আছি পাশেই
নিঃশ্বাসের খুব কাছেই!
সূর্য ডোবার ক্ষনে
যদি পরে মনে,
ভেবোনা আমি নেই
ছুঁয়ে দিলাম দেখো এই!
দুপুরটা যদি করে দেয় বিষন্ন মন
আর মনে পরে আমায় অনুক্ষণ,
ফেলোনা অশ্রু,থেকোনা উদাস
ছুঁয়ে যাবো হয়ে দখিনা বাতাস!
আকাশটাকে দেখে ভার
নামে যদি মনে আঁধার,
হবো তোমার কপলের টিপ
জোনাক হয়ে জলবো ঠিক!
স্বপনে যদি আসি
আর খুব করে ভালোবাসি,
ভেবোনা সব মিছে-
আছি তোমাতেই মিশে!
আমি আছি,আমিই তো আছি
হৃদয়ের খুব কাছাকাছি,
আছি তোমার এলো চুলে,
আছি তোমার খোপার ফুলে
আছি তোমার সকাল সাঁঝে
আছি তো তোমার শাড়ির ভাঁজে
আছি তোমার বিষন্ন মনে
আছি অতি সংগোপনে!
আমি আছি,আমিই তো আছি
হৃদয়ের খুব কাছাকাছি!
তবু কেন ভাবো আমি নেই?
রয়েছি মিশে শুধু তোমাতেই!
শুধু তোমাতেই!
✍️আসরাফুজ্জামান সোহেল