আইজকা কয়দিন ধইরা মনের মধ্যে একটা জিনিস
খালি ঘুরপাক খাইতাছে,
এইযে জগত ভইরা-
সবকিছু কেমন কইরা বদলায় যাইতাছে,
সবকিছু কেমন আধুনিক হইয়া যাইতাছে,
আগে মানুষ যেই সমস্ত কাজ হাত দিয়া করতো,
অহন মেশিন দিয়া করে;
এই যেমন ইট ভাঙ্গার মেশিন,ধান ভাঙ্গার মেশিন,
পাথ্থর ভাঙ্গার মেশিন, আরো কত্তো মেশিন!
তয় একটা জাগায় কিন্তু হেই আগের সিস্টেমই চালু আছে,
হেইডা কিন্তু বদলায় নাই,
মন ভাঙ্গার মেশিন!
মন ভাঙতে আইজও কিন্তু হেই মন'ই লাগে!


✍️আসরাফুজ্জামান সোহেল