কিছু কথা মনেই থাক
কিছু মানুষ দূরে,
কিছু গান থাকুক হৃদয়ে
বাজুক অন্য সুরে!

কিছু ভাষা হারাক শব্দ
কিছু পথিক পথ,
কিছু মানুষ হারুক শুধু
না ছুটুক জয় রথ ৷

কিছু ফাগুন আগুন ঝরাক
পাখিরা বসুক ডালে
কিছু রক্তক্ষরণ থাকুক মিশে
কৃষ্ণচূড়ার লালে ৷

কিছু গল্প অপূর্ণ থাক
কিছু সত্য গোপন,
কিছু কষ্ট থাক গহীনে
অশ্রু লুকাক নয়ন ৷

কিছু স্বপ্ন অলীক থাকুক
কিছু মুখ অমলীন,
কিছু দেনা বারুক না হয়
থাকুক চিরদিন ৷

কিছু আশা থাকুক তবু
কিছু স্বপ্ন বুকে,
কিছু প্রাপ্তি শুন্যই থাক
মিথ্যে হাঁসি মুখে ৷৷

✍️আসরাফুজ্জামান সোহেল