অচেনা ফুল
________
আমার শহরের প্রতিটি দেয়াল ছেয়ে গেছে আজ
আমারই নিখোঁজ সংবাদে! অথচ ভীষণ চেনা-
সেই অলিগলি গুলো যেন আজ ধুসর! ঝাপসা! আলোহীন!
ল্যাম্প পোস্ট গুলোয় ঝুলছে যেন কতগুলো নির্লিপ্ত চোখ!
ভগ্ন দেয়াল গুলোয় আছড়ে পড়ছে কিছু হাহাকারে ভরা নিশ্বাস,আর পাচিল টপকাতে ব্যার্থ কিছু মিথ্যে বিশ্বাস!

রাত ঘড়িটার টিক্ টিক্ কর্কশ শব্দের কাছেও যেন
আজ আমার কন্ঠস্বর বড় অসহায়,বড় অস্পষ্ট!
এই শহরের খোলা বাতাসে আর ভেসে বেড়ায় না
আমার গায়ের গন্ধ!
পড়ে না আমার ছায়া কোন ভর দুপুরে!
হয়না মাতম আমাকে হারানোর শোকে!

গলির মোড়ে টং দোকানে,
প্রতিবাদী মিছিল কিংবা তীব্র শ্লোগানে;
কোথাও আর আমি নেই!
এ শহরের কেউ রাখেনা খোঁজ;কোথায় হারায় রোজ
আমার পায়ের চিহ্ন গুলো! আমার বলা সেই গল্প গুলো!

এই শহরের কেউ জানে না, আমার প্রতিটি ভোর
কতো নির্ঘুম রাতের বিনিময়ে হয় কেনা,
কেউ জানে না! আমার অনেক চেনা এই শহরের
সেই চেনা বারান্দায় শোভা পায় আজ;
এক গুচ্ছ ফুল অচেনা!

✍️আসরাফুজ্জামান সোহেল