না দেখেও দেখি তোকে
না ছুঁয়েও ছুঁই,
স্বপনে আজ আসবি বলে
এপাশ ওপাশ শুই ৷

না বলেও বলি কথা
না পেয়েও পাই,
জানি থাকিস ভিন্ন গ্রহে
তবু হাত বাড়াই ৷৷

✍️আসরাফুজ্জামান সোহেল