মানুষ হইয়া জন্মালি তুই
মানুষ হইয়াই মর!
মরার পরেও মানুষ কইবো
এমন কিছু কর;

মানুষের ঘরে জন্ম নিয়া
পশুই যদি হবি,
মানব জনম বৃথাই যে তোর
বৃথাই গেল সবই!

মানুষ হইয়া করোসরে তুই
পশুর মতো কাজ!
ওদের মতো তোরও কি নাই
কোন সরম লাজ!

খুঁজতে প্রভুরে ঘুরলি কতো
মসজিদ-মন্দির আর গির্জায়,
পশু মন লইয়া খুঁজলে কি আর
তাহারে পাওয়া যায়?

মানুষ তোরে বানাইয়া খোদায়-
দিয়াছে বিবেক বুদ্ধি;
সময় থাকতে বদলা নিজেকে
কর আত্মার শুদ্ধি!

সৃষ্টির সেরা তুইযে মানুষ
দেখা আজ কাজে কর্মে,
আল্লাহ,ভগবান,ঈশ্বর,গড
আছেন মানব ধর্মে!

সারমর্ম:- মানুষ হয়ে জন্ম নেয়ার চেয়ে,
মানুষ হয়ে মৃত্যু বরন আরো অনেক বেশি গৌরবের!

✍️আসরাফুজ্জামান সোহেল