আজ আমার আকাশটা একদম পরিস্কার,
মেঘ হীন,শান্ত,ভারমুক্ত একেবারে স্থির!
প্রচন্ড ঝরের পর চারপাশটা যেমন হয়,ঠিক তেমন!
তাই আর নেই কোন অযাচিত ধুলোর উড়োউড়ি,
নেই কোন বজ্রের চোখ রাঙানি কিংবা হুঙ্কার!
ঢেকে নেই আর কোন আবছায়ায়ও।

ঝড় হয়তো আমার গাছের ডালপালা গুলো ভেঙে দিয়ে গেছে,নষ্ট করেছে আমার বিস্তীর্ন ফসলের মাঠ,
লন্ডভন্ড করেছে আমার সাজানো ফুলের বাগান!
উড়িয়ে নিয়ে গেছে আমার ঘরের চালা!
তবু আমাকে বাঁচতে শিখিয়েছে!
লড়াই করতে শিখিয়েছে,
শিখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়,তীব্র মনোবল নিয়ে স্রোতের বিপরীতে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়!
হেরে গিয়েও কিভাবে জিততে হয়!

তাই এখন আর কারো হৃদয় জুড়ে থাকাটা যেমন-
ভাললাগা গুলো ছুঁয়ে ছুঁয়ে যায়না,
তেমনি কারো হৃদয়ে না থাকাটাও আর কোন
গভীর ক্ষতের সৃষ্টি করে না!

এই বুকে কারো জন্য আর কোন ভালোবাসা
অবশিস্ট নেই এখন, নেই কোন ঘৃনাও!
কারণ;এখন আমি ঝড়কেই বুকে ধারন করেছি!

✍️আসরাফুজ্জামান সোহেল