আজ নামুক বৃষ্টি ঝুম,
শ্রাবন ধারায় ভাসবো দুজন
নাইবা হলো ঘুম!
আজ হোক না ভীষন ঝড়,
এই বাহানায় টানবো বুকে
জুড়াক না অন্তর!
আজ আকাশটা চমকাক,
নাক ডোবানো চুলের ঘ্রানটা
শুধুই আমার থাক!
আজ থাকুক না আঁধার,
সেই ছূতোতে ছোঁয়া ছুয়ি
হোক না আবার!
আজ নাই বা হলো ভোর,
নাই বা পরুক চোখের পলক
থাকুক বাহুডোর!
আজ খুলুক মনের দ্বার,
ভেতর বাইরে ঝড় বৃষ্টি সব-
করুক একাকার!
✍️আসরাফুজ্জামান সোহেল