জানি একদিন সাঙ্গ হবে খেলা
ভঙ্গ হবে এই মিলন মেলা,
ছেড়ে যাবো আছে যতো সুখ!
মাটির বাড়ি মাটির বিছানা
মাটিতেই লুকাবো মুখ!

সূর্যটা ঠিক এভাবেই উঠবে
যেভাবে উঠছে রোজ,
আকাশটাও ঠিক এমনই রবে
মেঘ থেকেও বৃষ্টি হবে
শুধু আমারই নেবে না কেউ খোঁজ!

সেদিনও বাতাসে থাকবে হয়তো
হাসনাহেনার ঘ্রান..
জোনাকির আলোতে
কিংবা আঁধার কালোতে,
করবে না আর কেউ আহবান!

এমনই বসবে মিলন মেলা,
এই খোলা মাঠ আর বটতলা-
ভরবে নতুন প্রাণে,
অন্য কোনো সুর বাজবে এখানে
অন্য কোনো গানে!

আমার যতো পদচিহ্ন মুছে দিয়ে কেউ
নতুন চিহ্ন আঁকবে!
পুকুর ঘেঁষা বটতলার এই পথ কি তখন-
আমায় মনে রাখবে?
জানি! সেদিন নামটিও আমার
স্মৃতির ধুলোয় ঢাকবে!

তবু ওগো পথ তোমার কাছে
এইটুকুই মোর মিনতি!  
তোমার আমার এই প্রণয় যেন
সেদিনও পায় স্বীকৃতি,

তোমার সঙ্গে মাটি করে সেদিন  
মিশিয়ে আমাকে নিও,
কিছু রেখো তোমাতে আর
কিছু ঐ মাঠ'টাকে দিও!
চোখ দুটো মোর ভিজিয়ে নিয়ো
মেঘ বৃষ্টির জলে,
চিহ্ন আমার বাঁচিয়ে রেখো
বটের ছায়াতলে!

✍️আসরাফুজ্জামান সোহেল