আজ সারাদিন হরতাল
পাখিদের মৌন মিছিল
আকাশ মেঘেদের দখলে,
তুমি আসোনি বলে!
বন্ধ হয়েছে প্রেমের হাট
প্রেমিকেরা সব ফিরেছে বাড়ি,
ফুল গুলোও পরেছে ঢলে
তুমি হাসোনি বলে!
ঝিঝি পোকাদের অনশন
জোনাকিরা করছে প্রতিবাদ সভা,
জোছনাও গিয়েছে চলে
আজ ভালোবাসনি বলে!
আজ ভালোবাসনি বলে
পানকৌড়িটাও গভীরে ডুব দেয়নি,
ভালবাসোনি বলে
গাংচিলটার-
খোঁজও আকাশ নেয়নি!
ভালোবাসনি বলে
ব্যাংক বীমা অফিসে আজ
হচ্ছে না আদান প্রদান!
ভালোবাসনি বলে
রাজপথেও কেউ
দিচ্ছে না আর শ্লোগান,
ভালোবাসনি বলে
চিঠি হাতে তাই ছুটছে না আজ রানার
ভালোবাসনি বলে
নাসা বলেছে,
মহাকাশে নাকি কিচ্ছুটি নেই আর জানার!
ভালোবাসনি বলে
স্কুল কলেজে ছুটির ঘন্টা বাজলো,
ভালোবাসনি বলে
আকাশটাও আজ-
ঘন কালো মেঘে সাজলো,
ভালবাসোনি বলে
কবিতা গুলো হারালো যত শব্দ
ভালবাসোনি বলে
সুখ গুলোও আজ দুখের কাছে জব্দ।
ভালোবাসনি বলে
উত্তাল পদ্মা হারালো তার ছন্দ
ভালোবাসনি বলে
নিশ্বাস গুলোর আসা যাওয়া আজ বন্ধ।।
✍️আসরাফুজ্জামান সোহেল