তোর চেয়ে বল কেবা আপন,
কে আছে আর পর!
সবখানে যে তোরই রাজ
বাহির আর ভেতর ৷

অন্তঃপুরের অন্তরেতে
তুইতো একলা রাজা,
ইচ্ছে হলেই যখন তখন
দিতে পারিস সাজা ৷

ইচ্ছে হলেই যখন তখন
বাসতে পারিস ভালো,
অন্ধকারে অমানিশায়
তুই নয়নের আলো!

তুই যে আমার পদ্মাবতী
তুই যে চন্দ্রমুখী,
তোর বিরহে আকাশ আমার
হয় যে ভীষন দুখি!

তুই যে আমার সকাল-সন্ধ্যা
চৈত্রের তপ্ত দুপুর!
তুই যে আমার বিস্তীর্ণ মাঠ
তুই তো পদ্ম পুকুর,
হ্যাঁ হ্যাঁ তু-ই'তো পদ্ম পুকুর!
আমার পদ্ম পুকুর!

তুই যে আমার পাহাড় নদী
কিংবা নীল আকাশ,
সবটা জুড়েই আছিস যে তুই
তোরই বসবাস!
শুধু তোরই বসবাস!

✍️আসরাফুজ্জামান সোহেল।