চোখে বহে ঝর্না ধারা
বুকের মধ্যে দহন
জানলো না সে মন আকাশে
মেঘ করার কারন!
তাঁরে ভেবে কতো শত বার
এসেছে শ্রাবণের বৃষ্টি
ভিজেনি তবু তাঁর হৃদয় প্রান্তর
শুধুই ভিজেছে আমার দৃষ্টি,
বৃষ্টি শুধু আমাকেই ছোঁয়,
কি করে ছোঁবে তাঁকে!
মরুভূমি হৃদয়ে বালির পাহাড়
ঘিরে আছে আজ যাকে।
থাক বৃষ্টি আমারই থাক
আমাতেই পড়ুক ঝরে,
মেঘ গুলোকেও ফেরাবো না আর
ঘুরে বেড়াক অন্তরে।
মেঘ গুলো তাই আজ ভীষণ প্রিয়
থাকুক হৃদয় ছেয়ে,
তাঁকে ছোঁয়ার সাধ মেটাবো
বৃষ্টির ছোঁয়া পেয়ে!
✍️আসরাফুজ্জামান সোহেল