'আকাশ সমুদ্দুর'
তোমার নামে একটি কোকিল
ডাকছে বারো মাস,
তোমার জন্য দুচোখে রোজ
হচ্ছে জলোচ্ছ্বাস!
তোমায় ভেবে এই আকাশে
জমছে কতো মেঘ,
তোমার জন্য ক্লান্ত কবি
আর উপচানো আবেগ!
তোমার জন্য রাশিয়া ইউক্রেন
একে অন্যে ক্রুদ্ধ,
তোমার জন্যই বিশ্বজুড়ে
এতো এতো সব যুদ্ধ!
তোমার জন্য বিশ্ব মন্দা
পুঁজি বাজারটাও টালমাটাল,
তোমার জন্যই দ্রব্যমূল্য যেন
প্রতিদিনই কেমন বেসামাল!
তোমার জন্য মূল্যস্ফীতি
সম্পর্কে যত টানাপোড়েন,
তোমার জন্য শহীদ মিনারে
হচ্ছে আমরন অনশন!
তবু; তোমার জন্যই আকাশ আমার
ভালোবাসায় আঁকা বহুদূর..
তোমার জন্যই এ রাত জাগা
চোখে ভেজা সমুদ্দুর!
✍️আসরাফুজ্জামান সোহেল
#স্বপ্ন_গ্যারেজ