স্বপ্ন হারায়,গল্প হারায়
হারায় প্রিয় মুখ,
হারাচ্ছে সব নিয়মিত
এ এক ভীষণ অসুখ।
পুড়ছে আকাশ,পুড়ছে মেঘ
পুড়ছে সবুজ ঘাস,
কেমন করে পুড়ছে দেখো
চোখে জলোচ্ছ্বাস।
হারছে মানুষ,হারছে জীবন
হারছে পথের ফুল,
হেরে যাওয়া কবি গুনছে
কবিতায় মাশুল।
তুমি যাচ্ছ,আমি যাচ্ছি
যাচ্ছি চলে সবে,
যাওয়া আসার টালি খাতাটা
শুন্য রয়েছে কবে?
শুন্য আকাশ,চূর্ণ আকাশ
পোড়া মেঘের শ্রাবণ!
দূর দাঁড়িয়ে বলে এ মন
আহারে জীবন!আহারে জীবন!
✍🏿 আসরাফুজ্জামান সোহেল