নীলকণ্ঠ পাখিটা আজও হাতড়ায় নীল আশা
বিপদসীমার শঙ্কা ওড়ায় পদ্মাপাড়ের মাঝি,
বোনের সাদা কাপড় জানে তিতাস নদীর ভাষা
কাঁটাতারের ব্যথায় বাজে রাজশাহী দিনরাজি।
এপার ওপার সব মিশে যায় কালো সায়রের জলে
তিতাস তখন বইতে থাকে রেখায় সুবর্ণ,
মেঘে ঢাকা ওই তারাও বোঝে কতই অশ্রু হলে
গান্ধার অমন কোমল বাজে উন্মাদ আকর্ণ !
ভবাপাগলার আর্তনাদে সেই তারাটির চোখ
শোনায় কেমন স্তব্ধ প্রলাপ ভিনভিটেভিত্তিক,
তোমার কথায় ভাবা এখন প্র্যাকটিস করে লোক
যুক্তি-তক্কো-গপ্পো মাঝেই বেঁচে থাকো ঋত্বিক ॥
--- ৪/১১/২০২২, ক্যানিং