আমার বুকের ব্রিজে ধরছে চিড়ল
বিরল দেহী সেতু
আমি অন্য কারোর আকর্ষণে
খুঁজছি বাঁচার হেতু।
আমি কবর দিয়েছি অতীতবিছানো
সেই যত বিছানা
যাদের শরীরে তোমার-আমার
ছিল ছেঁড়া আস্তানা !
আমি তোমার আখরে অবশেষ গান
গেঁথেছি গভীর বুকে
আমি নিছক হেঁটেছি সন্ধ্যাবিছানো
স্মৃতির রাস্তা রুখে...
আমি অনির্দিষ্ট সে অদৃষ্ট
করেছি গোপন সকল ইষ্ট,
আমি করেছি আমায় অকাল খ্রিস্ট
তোমার ক্রুশটি ঠুকে,
নিষ্ঠুর আমি হইনি কখনো ---
তোমার নষ্ট মুখে
অন্য কারোর ছোঁয়া লেগেছে,
অন্য আগন্তুক এ !
আমি গোপন করিনি তোমায় কিছুই
উলঙ্গ সিন্দুকে,
আমি হেঁটেছি কেবল স্বপ্নবিছানো
স্মৃতির রাস্তা রুখে।
বিকেলবেলায় সন্ধ্যা ঘনায়
অন্য কারোর সুখে...
তুমি মধ্যগগনে ওড়াও মহিমা
দাও গুলি বন্দুকে,
আজকে আমার এসেছে সময়
বিদায় দি বন্ধুকে !
(পূরবীর প্রতি)
--- ৩০/১০/২০২২, ক্যানিং