চঞ্চল অঞ্চল ---
থেকে ধীর ধাম,
দাঁড়িয়ে যে কত নাম --- আজও থাকে
পদবির খোঁজে ।
কন্দর থেকে প্রান্তর ---
ভাঙা পাথরের গায়ে, কাটা ফসলের ঘায়ে
আঁকা থাকে ওরা
উহ্যমান উহ্যতায় বেরঙিন রঙে ।
কেউ জানে না সেই নামেদের ---
কেউ জানতেও চায় না ।
মৃত্তিকা শোষে রাতুল ঘামে
ওদের খুনপিঙ্গল সংস্রব ।
ওরা ছুটে যায় ---
ট্রিয়ার থেকে উলিয়ানভস্ক,
চ্যাংশা ফু থেকে বাংলা,
বিরান থেকে রোসারিও ।
কিছু পায় তো কিছু পায় না ।
উপাধিধারীরা খয়রাতের নামে
করাত চালায় ওদের বুকে,
ওরা থাকে উল্লেখহীন উষ্ট্রের মতো ।
তাই সেই নামেরা
অতন্দ্র আজও দাঁড়িয়ে থাকে ---
রিক্ততাহীন এক আভিজনের এষায়,
আশায় --- পদবির খোঁজে ।।
--- ১৫/০৫/২০২০ বীরনগর