আমার আমাকে লাগে বিরক্ত,
মনে হয়
অন্য শরীরে বাঁধি বাসা

আমি আমাতে নই আসক্ত,
কেবল
ভুলিয়ে দিয়েছি ভালোবাসা


মধ্যরাতের গোপন বালিশে
কতই স্বপ্ন করে আঘাত
জীবন আমাকে করালো মনে
মানুষের নাকি মরার ধাত

পৃথিবী আমাকে করালো চেতনা
আকাশেও নাকি আছে মাটি,
শুধু মাটির আকাশে উড়তে গেলেই
সটাং হারায় চেতনাটি


প্রশ্ন এখন কীসের নালিশে
আমার কবিতা, আমি কবি
উত্তর এখন নিরুত্তরের
ধ্রুবতারাটার মতো ছবি

তবুও স্বপ্ন উড়ছে আকাশে
ভালোবাসা হয় আগন্তুক,
কবির আঘাতে স্থবির চেতনা
যেন
চেনালো আমায় আমার মুখ

--- ১৩/১১/২২ (রাত ১টা ৪১), ক্যানিং