কাল রাত থেকে
আমি বসে আছি একা
কারোর আসার অপেক্ষায়...।

সে আসেনি,
হয়তো আসবেও না আর।
কিন্তু আমি আছি
শুধু তোমার দিকে চেয়ে
ওগো কবিতা আমার
একবার বলো শুধু
তুমি আমার, তুমি আমার...
একবার বলো প্রিয়,
'মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিও' !

আমার আঙুলছাপ বিদ্যে
আমি গরিবের বড়োলোক,
মূর্খের স্বর্গে
ইন্দ্রপুরীর দারোয়ান।
আমিই রবিঠাকুর
আমিই নজরুল
আমিই শেক্সপিয়র
আবার আমিই বায়রন, কিটস, শেলি !

লেনিন
আমার পাশের বাড়ির ছেলে,
ওর বক্তব্য
আমি শুনেছি অনেকবার।
ঘরে আমার স্তালিন
রোজ এসে বাসন মেজে দেয়।
মার্কসের অঙ্কটায়
মার্কস বরাবরই কম।

তবু আমি
বোঝার চেষ্টা করি ওদের।
আর আমায় বোঝো তুমি...
তোমার ঝঙ্কারে আমার নিস্তব্ধ কোলাহল
অনুভূত হয় বারবার।

আমি নিছক এক কবি
যার সুরে মিশে রয় মন্দাক্রান্তা
আর ধ্রুপদীর গূঢ় অহংকার।
আমি আধুনিক হতে পারিনি কভু
তবু করতে চেয়েছি তোমায় আধুনিকা
শব্দের মৃদু মূর্ছনায়
আর প্রবল প্রতিবাদে
আমি অপেক্ষমান তোমার ভালোবাসায়।

ধরা দেবে কি কোনোদিন ?

হে কবির কল্পনা
হে কবির আলপনা,
একবার বলো শুধু
এই রাতের অপেক্ষা
ব্যর্থ নয়,
যে না আসার
সে আসবে না কোনোদিন।
শুধু আমি আছি তুমিময়...

--- ২৮/০৯/২০২২, কলকাতা