কোন সুফিয়ার গান লেখো মন, গান কি সে কারচুপি
কার খামে ওই নাম লেখো মন, নাম লেখো কার চুপি !
টাপুরটুপুর বৃষ্টি বাজে --- জলছবি দেয় আপন সাজ,
কার গানে ওই মান ভাঙো মন, মান কি তোমার একার লাজ !
নিলাজ ছুটে যাও কী ছুঁতে --- নেই কিছুতেই তার যে রূপ
অরূপরতন বন্ধু তোমার, রূপসাগরেই দাও গো ডুব !
বন্ধু তোমার গরিব বড়ো, গরব যে তার ছোট্ট খুব
একটা কুটির মিনসে দুটির, হিংসে সেথায় বড্ড চুপ !
চুপচুপে ওই সিক্ত সেথায় আর্দ্র আদর সকালসাঁঝ,
বিহান সেথায় পাখির ডাক আর সন্ধে হলেই পাখির নাচ !
আসর সেথায় এমন রঙিন বেরং লাগে খুব খুপী
গন্ধবধির স্বপ্নমদির, বন্ধ বোধ হয় কাচকুপী !
আপনি আপন দেয় আলাপন --- যদিও গোপন খুব দামি ---
গরিব বড়ো তোমার পিয়া, মন বলে দাও তার নামই !
--- ১৯/০১/২০২২
বীরনগর
○
৹