জীবন তো এমনিতেও কেটে যেত
কেন তোমার পথের কথা মনে এল ?
হঠাৎ যদি জানি আজ তোমার দু'ঠোঁট এঁঠো
সময়ের ক্ষোভ স্বাভাবিক আমায় খেল।
আত্মপচন, হিয়ার দহন --- কত না কঠিন বাণী
বন্ধুত্বের প্রাপ্তি এখন নিছক হয়রানি !
লোভী এ বুক উন্মুখ তবু কেন
গোলাপ ফুলটা ওরফে এখন গ্লানি।
আকস্মিক যত ক্ষোভ বলেছিল খুনী হতে
মৃত্যু দিতে তোমায় উপহার,
চাইনা পড়ুক আর মনে কোনো মতে
আমায় তুমি করেছিলে ব্যবহার !
রক্ত দিয়েই অশ্রু আঁকা থাকে
একলা এ মন আজও তোমায় ডাকে,
অবশ বিকেল আজও বিকল পড়ে
সেই অবিকল সন্ধ্যাছবি আঁকে...!
রাতজোনাকির আসর এখন আমায় বলে জ্বলো
একটা আঠাশ, একলা আকাশ... সময় নিভছে তো !
সময়ের কাছে সবাই অবশ হল
তোমার পথেতে তুমিই এখন হেঁটো...
--- ১৬.০২.২০২৩ (রাত ১টা ২৮) / কলকাতা