শরীর যে তার রক্তরঙিন
অগ্নিচরণ আদুড় গা,
পতির বুকেই পায় যে জমিন
আজ কালি, কাল সে দুর্গা ।
রক্তবীজের মুণ্ডাশীষে
চামুণ্ডা সেই রুদ্রাণী,
বৈকুণ্ঠেও বৈষ্ণবী সে
ব্রহ্মাণী ও শূদ্রাণী !
উলঙ্গ বেশ অঙ্গভূষা
শৃঙ্গার রণরঙ্গিনী ---
ভস্মভূতি শ্রীমঞ্জুষা
সঙ্গিন, শূলীসঙ্গিনী ।
বন্দি যে তার কাল অছিলায়
অঙ্গার যেন অন্তরে,
অন্ধবেলায় কতই বিলায়
প্রদীপ সে মেয়ে অন্দরে !
শ্যামলা মেয়ে, তার খুব অভিমান
আয় ছুটে তাই কোথায় কে ---
কাজলা মা'কেই আন ধরে আন
শেষটা সে তো ঘরের মেয়ে ॥
--- ২৪/১০/২০২২ || ক্যানিং