কত লেখা আসে
             কত লেখা যায়,
                      সময়ের খাতা তাও
                                     একা বিছানায়
কেঁদে যায় দিন-রাত নিভৃত আঁখি
কবিতার আবডালে কত কথা বাকি !

নিবিড় এই বিছানায় আজও বাসি ভালো
জ্যোৎস্নারা বেখেয়াল কখন তাকালো !
দমকা সে হাওয়া এক
                     এল তমসায়,
                                   প্রেমগুলো হল ব্যথা
                                                  মৃদু তামাশায়।

নিভৃতে আজও কিছু কথা হয় বলা
কথকের ধারাপাতে ধরে যায় গলা !
নিভে যায় জোনাকির
                 শেষ কিছু আলো,
                             ভালোবাসা পরে
                                       আগে বাসা গড়ি ভালো।
ব্যথাতুর আঁতুড়ে
                বড়ো বিষ শ্বাস
                                দীর্ঘ সে যত হয়
                                                 কমে বিশ্বাস !
নীরবে নিভৃতে কিছু পাখিদের গান
শুনে শুনে শোকায় এই শরীরের ঘাম।


--- ৩ জানুয়ারি, ২৩ (রাত ১টা ৩৪) / কলকাতা