সবার আপন হয়েও আমি
কারোর আপন না
আপনপরের এই অখেলায়
সবাই অকম্মা !

অকর্মণ্য এই পৃথিবী
চাইলে কিছুই কয় কী দিবি ?
সমাজের আজ হয়েছে টি.বি.
ফুসফুসে ধর্না
ঝাঁঝরি হল এই যে হৃদয়
হৃদয় অপর্ণা...

দুঃস্থ হৃদয় নষ্ট মেকি
ঢং করে যায় বেঢক ঢেঁকি,
নারদ কোথায় পালায় এ কি
শাপ ঝেড়ে 'মর্ না' !
বেহায় জীবন মৃত্যু ডাকে
মৃত্যু মারে জীবনটাকে,
জীবনকে তাই দাও উড়িয়ে
আনন্দবন্যা
আকাশগাঙে আলোয় রাঙে
রামধনুবর্ণা !

সবার আপন হয়েও আমি
কারোর আপন না
মৃত্যুমরা এই জীবনে
সবাই সমান না !

৩০/১১/২০২২
রেড প্লাস