ঝলমল পাতাটির উজ্জ্বল রোদ্রে
মন আজ আনমন কোন খদ্যোত রে !
অনধীর রন্ধ্রীর তার যত গণ্ডি
ভেঙে যেতে চায় মন অজানার বন্দি ---
ঠিক নেই, ঠিক নেই --- কই তার ঠিকানা !
ওই পেঁজা মেঘভেজা মানাহীন সীমানা।
কান কাড়ে কান্নায় কন্যের বাঁশিটি,
বিশ্বের বেদনায় বাজে তার হাসিটি !
এই দেখি, ওই দ্যাখো তার হাতে ভাসছে
কাশবন একরাশ --- পুজো আজ আসছে !
নেই দেরি, এই বেড়ি ভেঙে দাও পাখিদের ---
যেতে দাও ওদের আজ গান নিয়ে ঢাকীদের !
দূর যত যাবে সে, আসবে সে সত্বর ---
সংসার নয় তার মোটে খুব ছোট্টর !
রাত জেগে বসে তাই চাল বাঁধে মন্দির ---
খড়-খুড়ো সব নাচে, কাঁদে মন নন্দীর !
এই পাড়ে ভোর হাসে, কৈলাসে সন্ধ্যে ---
পড়া নেই মনে আর, মা বলেন মন দে !
শেফালিকা-যূথিকায় কোন সুর হাসছে ---
ছেলে বলে মাকে, মা পুজো ওই আসছে !
চুপ চুপ এই রূপ বদলাবে কন্যে ---
বোধন যে হবে তার অকালের জন্যে,
অকাল-অনয় আর থাকবে না আর্যে ---
হবে দূর উড়ে দুখ আর্জিতে আর যে !
হার-জিতে থাকবে না মন কারো, ছন্দে ---
কাঁসরের ইশারায় কী সাড়ার গন্ধে
জেগে দিক থিকথিক করবে যে সুখী সব,
অঞ্জলি প্রাঞ্জল জীবনের কলোরব !
মন্ত্রের মন্দ্রে অশুভ যে ত্রাসছে ---
দূর তাল ভাটিয়াল, পুজো তাই আসছে !
মিথ্যে সে যত মান ভেঙে হবে বন্ধন ---
কে রে তাই ধনবান, কে রে ভাই নির্ধন !
নেই কোনো আলালের ঘরে আর আঢ্য-
তাই কোনো, ওই শোনো গরিবের বাদ্য !
অভাবীর ঘরও আজ সেই সোনা ফলছে
যারপরনাই রূপ রূপকথা বলছে,
চঞ্চল আঁচলের মন উন্মন গো ---
উমা আসে আমাদের সোনার এই বঙ্গ !
তার বাড়ি যেইখানে, কানাঘুষো ফাঁসছে ---
অপেক্ষা এতদিন, পুজো ফের আসছে !
মনটা যে আবার ওই মেনকার হাসছে ---
মিঠে হাসি ছলছল চোখটিতে ভাসছে !
পাঁচদিন ফের লীন হবে তার অঞ্জন,
গালঢাকা সিঁদুরে যে কাঁদবে নিরঞ্জন;
দুঃখটা সেইদিন, আজ ব'লে তাই কী !
আসবে মা বারবার, বলো দুগ্গা মাইকি
জয় --- জয়ঢাকে তার তোলো আজ মুখকে;
শিবটা সে কদ্দিন থাক না বুভুক্ষে !
আমনের মাঝে তাই মন ভালোবাসছে
আড়মোড়া শরতের --- পুজো ভাই আসছে !
--- ১৮/০৯/২০২১, ক্যানিং