মেয়েটি এল আর গেল
ওকে কিছুই বলার ক্ষমতা ছিল না আমার
জানি না, এমনি সময় এত লেখালিখি করি
তখন কোথায় গেল আমার সব ভাষা
আমার যত শব্দাবলির খতেন !
এক ঘোর হতাশা
জড়িয়ে নিল আমায়
ও নেমে গেল বেতবেড়িয়া ঘোলায়
দু নং প্ল্যাটফর্ম, আপ ক্যানিং লোকাল
আর আমি
আবারও একলা !
এ কী
আমি একলা হতে যাব কেন !
আমি কি প্রেমে পড়েছি
ছিঃ
আমি প্রেম
আমি প্রেমিক !
আমার বুকে প্রতিবাদ
কেবলই প্রতিবাদ,
এসব তুচ্ছ ভাবনা
তুচ্ছ কামনা
আমার জন্য নয় ;
আমি আকাশের থেকেও গম্ভীর
সাগরের থেকেও বিশাল
আমার শরীরে হিমালয়ের চেতনা
আর রক্তে হিন্দমহাসাগরের ঢেউ
আমি চিরগৈরিক --- ত্যাগই আমার প্রাপ্তি
শুভ্রই আমার আঢ্য
সবুজতা আমার প্রাণ
নীল চক্রে আমার গতি
আমি উন্মাদ ধূর্জটী,
আর সেই আমি কিনা প্রেম !
প্রেম কি আমার হতে পারে
প্রেমবাদী কখনো প্রতিবাদী হতে পারে !
না না, কক্ষনো না
আমি প্রেমবাদী নই
আমি প্রতিবাদী
প্রতিবাদ আর প্রেম কি এক !
হয়তো এক
যেখান প্রতিবাদ আছে
সেখানেই প্রেম আছে
যেখানে প্রেম নেই
সেখানে প্রতিবাদও নেই !
হয়তো প্রেমিক হয়েও
প্রতিবাদী হওয়া যায়
হয়তো প্রতিবাদেও প্রেম আছে ।
হয়তো প্রতিবাদী হয়েও
প্রেমিক হওয়া যায়
হয়তো...
হয়তো...
--- ১২/০৭/২০২২ (ভোর ৩টে ২২), কলকাতা