হলদে জমিন, সবুজ ঘাসের উপর সে এক ছেলে
লিখল কী নাম সোনার জলে অক্ষর অক্ষয় !
বয়স দিয়ে হয় না কিছুই, বুঝিয়েছিল খেলে
ব্ল্যাক অ্যাণ্ড হোয়াইট কিংবা রঙিন অবয়ব অব্যয়।
ক্ষয়িষ্ণুতার সে পেনসিলে নেই লেখা তার নাম
নায়ক সে নয় অনির্ণায়ক --- কিংবদন্তী স্কিল,
শূন্য পায়ের ঘামেই শুকোয় তার খুনী সংগ্রাম
দশ নম্বর জার্সি ওড়ায় বিশ্ব কি ব্রাজ়িল !
আলোর পথে ধুলোও থাকে কতই অনির্ণায়ক
জার্সি বুকে ওই ছুটে যায় জ়িঙ্গা স্টাইল ছেলে,
ওয়ালদেমারের দু'চোখ জানে ভবিষ্যতের নায়ক
হাজার রাজার মধ্যে বাঁচে সম্রাট এক পেলে।
--- ৩০ ডিসেম্বর, ২২ / কলকাতা