নেই কোনোদিন একলা তোমার
হাতড়ায় আজও পিছুটানময় প্রেম,
ঘুমেও এখন স্বপ্ন যুদ্ধ থামার
স্বপ্ন যে নন-রেম।

তুমি প্রেমিক অক্ষম
ভুলতে পারো না ভুলগুলো অতীতের,
কাব্যে এখন বাক্য অনেক কম
নেই কিছু আর কবির প্রতিশোধের।

অবক্ষয়ের মানবজমিন
চেতনার রঙে মরুভূমি নির্যাস,
পিছুটানময় সময় বেদুইন
আজও খোঁজে তোমায় বরুণ বিশ্বাস।

১৯ আগস্ট, ২৪ / কলকাতা