আমার কাব্য তোমার আঘাতে হল আজ কবিতা
কথাগুলো তার করা যত ধার, তোমারই তো সবই তা
রাজার আসনে বসিয়ে আমাকে দিয়েছিলে যত গান
সে গান আজও তোমারই তো আছে --- ইমনকল্যাণ
সন্ধ্যারাগিন সেই গোধূলি, মেঘমালা রাত্রি
বালিকার চুল বলাকাগোধূল --- তন্ময় যাত্রী
প্রেমোপাখ্যান হল খানখান, মসিমাখা শব্দ
চোখের চাতক জল চেয়ে যায়, চারিদিক স্তব্ধ
মেঘবালিকায় মেঘবালুকা দিয়ে যায় অঞ্জল
সন্ধ্যাআঁধারে রাধার আধারে কৃষ্ণ যে চঞ্চল
মেঘসঙ্গীত নীলিমবিলীন --- দূর থেকে শুনি সুর
আমার আখরে তোমার কবিতা, আমি কবি মশহুর
--- ১৭/০৯/২০২২ (রাত ১টা ২১), ক্যানিং