সময়খেলায় বিদায়-লগন
ডাকতে থাকে আমায় যখন,
মনের কোণের ছোট্ট বাতির
সলতেগুলো ফুরায় তখন।
ক্লান্ত বাঁশির শান্ত সুরে
কাঁপতে থাকি নিঃস্বপুরে,
কম্পজ্বালায় শেষের চিঠি
একলা সাজাই আত্ম খুঁড়ে।
শূন্যে তখন আমার পাখি
নীরব-নিঝুম ভাসায় আঁখি,
সময়শূলে বিদ্ধ হ'য়েও
পায় না ক্ষণের একটু ফাঁকি !
তাও তবু সে কেমন ক'রে
অচিন পথের রাস্তা ধ'রে
পাঠায় কোথায় আমার চিঠি
কোন্ সুদূরের শূন্য ক্রোড়ে !
সেই চিঠি আজ কোথায় ভাসে ---
লক্ষ্যহীনা কার আকাশে ?
পাইনি আজও ফিরতি জবাব,
নিয়তি আমার মুচকি হাসে।
বেনাম চিঠির বেবাক ভাষা
গল্প শোনায় --- আবার আসা,
তবুও সময় আসে না ফিরে ---
শুধুই নেভে হিয়ার আশা॥