দুর্গা মানে দশপ্রহরণ
নওগজী ওই শাড়ি,
দুগ্গা মানে আমার ঘরে
আটপুরী এক নারী।
দুর্গা মানে রুধিরক্ষরণ
মদ্যমধুর পান,
দুগ্গা মানে আঁচল ধরে
আগলানো সন্তান।
দুর্গা মানে অকাল বরণ
মক্কা থেকে কাশী,
দুগ্গা মানে রক্তভোরে
লক্ষ্মীরানির ঝাঁসি।
দুর্গা মানে নগ্নচরণ
গায় আদুড়ের দীপ,
দুগ্গা মানে কাজল পড়ে
আলতা-সিঁদুর-টিপ।
দুর্গা মানে অলংকরণ
অহংকারের চেয়ে,
দুগ্গা মানে গরিব ওরে
আমার ঘরের মেয়ে।