জন্মদিনের মহোল্লাসে যার ভুলি বিপ্লব
কোন ক্ষুদিরাম হাসছে দ্যাখো, লাল ফাঁসি-মণ্ডপ !
তিন মুঠো ওই ক্ষুদির তরে যার সে জীবনগান
অগ্নিযুগের অষ্টাদশ হে, তোমায় যে সেলাম !
নবীন যুবক ভারত তোমার কাছে আজও ঋণী
বুঝবে না কেউ, বলবে সবাই তোমায় কতই চিনি !
তোমায় চেনা অতই যদি সহজ হত ভাই
রামের থেকে করত সবাই ক্ষুদিরামের বড়াই !
পাগল প্রলাপ উন্মাদের এই বলবে কে ঠিক-ভুল
কিংসফোর্ডের হত্যা না হোক, তুমিই যে শার্দুল !
কঠিন রাতের সে ইস্পাতে তোমার অভিষেক
রক্তপাথর খুদিয়ে রাখে তোমার স্মৃতিলেখ !
বিদায় দেওয়ার সময় এখন আসেনি বন্ধু তোমার
ক্ষুদিরামরা হয় না কারোর একার, ক্ষুদি সবার !
রক্তশূন্য শতদ্রুতে হোক না শিরার টান
তিন মুঠো ওই ক্ষুদিই জানে মূল্য ক্ষুদিরাম !
এই আঠেরোর পঙক্তি তোমায় দিলাম ক্ষুদিরাম
অগ্নিযুগের অগ্নিবালক তোমায় যে সেলাম !
--- ৩/১২/২০২২, কলকাতা