ছোট্টবেলা কাকুলে বলে তুলে নিত সে কোলে
সকাল-বিকাল-সন্ধ্যা হলে আসত ঘরের কোণ,
আমার ঘরে স্মৃতি আজও তার শরীরের দোলে
আমায় নিয়ে ভাবা যে তার ক্রিয়া সর্বক্ষণ !
ছোট্টবেলা ? সে তো নেহাত সবাই বাসে ভালো
এমন কি আর ব্যতিক্রমী তোমরা বলবে ভাই !
কিন্তু যখন বড়ো হলাম, পৃথিবী হল কালো
তখনও তাকে তেমনি করেই আমার পাশে পাই ।
কাঁধে আমার তার হাতখানি কখনও ছিল না ফাঁকা
আবদার হোক কিংবা দাবি --- এমন কে আর আপন ?
কেউ বা ডাকে কাকু বলে, কেউ বা ডাকে কাকা
আমার কাছে চিরটাকাল সে যে আমার খোকন !
--- ৭/১১/২০২২, ক্যানিং