কতদিন হয়ে গেল
তোমায় দেখি না আর !
এ রক্তের যত ন্যায্য দাবি
উন্মাদ আজও তোমার প্রতীক্ষায় ।
অসহায় অসময়, বিদ্রোহ মিছিল
হাঁটতে যে প্রস্তুত ---
কিন্তু আমি কোথায়, তুমি কোথায় ?
অবশ্য অবসাদ ঘনাবেই স্বাভাবিক
তিলোত্তমার পরে শকুনের যত চোখ,
চোখের ঝিনুক রক্তের স্রোতে নীল ।
অবরোধ-বিক্ষোভ-প্রতিবাদ প্রতিরাত
সবই এখন তোমার প্রতীক্ষায় ।
হাজারও কবিতা, হাজারও স্লোগান
লিখিত যা পৃথিবীর দরজায় ---
ইতিহাস থাকে মড়ার মতো শুয়ে
আর বর্তমান চেয়ে থাকে ভবিষ্যতে
তোমার আসার আশায় ।
অপেক্ষা কি শেষ হয় ?
হ্যাঁ হয় ।
একবার বলো
আসবে, তুমি আসবে ॥
--- ১ সেপ্টেম্বর, কলকাতা
১ মাস। আর কবে ?
#justiceforRGKar