আশুতোষ যখন শ্যামাপ্রসাদ হয়
একটি আকাশপ্রদীপ
নিস্তব্ধে দগ্ধ হয়
আমার জন্য
নিভৃতে নিরালায়।
অপারেন্ট কন্ডিশনিং
নেগেটিভ রি-ইনফোর্সমেন্ট
ভয় লাগে না কিছুই,
শুধুই ভয় লাগে
তোমার পানিশমেন্টটুকু !
আমায় বলো তুমি
আমি চরিত্রহীন লোক।
দুশ্চরিত্র আর চরিত্রহীনের মধ্যে
পার্থক্য কোথায় ?
রাবণ আর রবীন্দ্রনাথ যা তফাৎ !
আকাশপ্রদীপ তুমি
আমায় ভাবো না আপন ?
এত অবলীলায়, এত নিশ্চিন্তে
আমার এতদিনের সঞ্চয়
আমার চরিত্র দিচ্ছ ভেঙে !
--- ৯ নভেম্বর, ২০২২ / কলকাতা