আমার শরীর ভালো নেই
হয়তো আমি মরে যেতে চাই,
আমার জীবনের শেষ কাব্যে
আমি তোমার কবিতা লিখি তাই।
আমার শরীর ভালো নেই
আমি মরে যেতে চাই !

আমার জীবনের সমস্ত প্রতিভা
আজ উত্তরহীন ধ্রুবতারাকেও
করেছে গ্রাস, আমার সমস্ত প্রতিবাদ
আজ নিস্তব্ধ উল্লাসে হয়েছে প্রহসন,
আমি মরে যেতে চাই
আমার শরীর ভালো নেই।

আমার হতাশার নগ্ন কাব্য
চাই না শোনাতে তোমায়,
চাই না চিনুক কেউ
ঝিনুক বলে আমায়
শুকনো অন্তঃসারহীন !

তাই,
শেষ সময়ের অবশেষ সন্ধান
করে গেলাম শুধু,
মৃত্যু ? সে তো বাঁচার আরেক নাম !

লিখে গেলাম নীল সমস্ত অধ্যায়,
না হয় মুক্ত হলাম
মুক্তোটুকু দিয়ে !

--- ২১/১০/২০২২, ক্যানিং