যতবার নিজের অস্তিত্বকে
ভুলে থাকার চেষ্টা করি
ততবার একটা দানব এসে
আমার অস্তিত্বকে
দাঁড় করিয়ে দেয় আমার সামনে,
আর প্রশ্ন করে
"তুমি মানুষ ?"

আমি ওকে উত্তর দিই না কখনও
দিলেও সে ইঙ্গিতে।
আমার ইঙ্গিত এতই দুর্বোধ্য
যে আমি নিজেও বুঝি না,
বুঝলেও
এড়িয়ে যাই নিজেই।

আমি পাগল
এ একান্ত গর্ব আমার ---
আমার সামনে
আজ খোলা আছে যত পথ
তারা কি সবাই আমার নির্বাচন ?
নাকি সময়ের প্রয়োজন।

কেন মনে হয়
এই অর্ধসুপ্ত জীবনের চেয়ে
সদাজাগ্রত ঘুম অনেক ভালো ?
অর্ধমৃত প্রাণের চেয়ে
মৃত্যুঞ্জয় জাড্য !

জানি না কেন
বারবার মনে হয় ---
আমার এ নীলগ্রহে কতজন এল
কতজন গেল,
কিন্তু আমি এলাম না কারোর কক্ষপথে
কারোর উপগ্রহে !
এই হয়তো প্রেম
Correltion X
যেখানে X সর্বদা
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।

তাই আমার পরিবর্তন বদলায় না ওদের,
কিন্তু ওদের বদল আমায় বদলে দেয়...অনেকটা।
তাই, আমার ক্ষেত্রে সত্যিই
X = প্রেম (প্রমাণিত)।।