আমি সেই চিত্রকূট
যার শরীরে আজও অবস্থান
রামের বনবাস
এগারো বছর এগারো মাস...
যার গহিন অন্তরালে
গুহার নিভৃত নিরালায়
বসবাস করে
অবিরাম রামনাম,
আমি সেই চিত্রকূট
যার আরণ্যক পরিবেশ
ঘর টেনেছিল
লক্ষ বাল্মীকির...
কতই রামায়ণ
হয়েছে লেখা একদা আমার বুকে !
আমি সেই চিত্রকূট
যার শরীরে আজও
বেঁচে থাকে ইতিহাস,
এগারো বছর এগারো মাস।
আমি সেই চিত্রকূট
আজ আমার শরীরে ধরেছে ফাটল,
শত বল্মীকস্তূপ করেছে আমায় গ্রাস।
তবু বেঁচে আছি আমি শবরীপ্রতীক্ষায়
আশায় কোনো এক রামের আসার...
--- ১ নভেম্বর ২২ || ক্যানিং