জলছবি আঁকে চোখ, মন বড়ো মেঘলা !
কৈলাসে যাবে মা আর আমি একলা
ভাবব সে ঘরে বসে একটা বছর ফের
আসবে মা কবে ওই হয়ে শুধু আমাদের...

সিঁদুরেতে মেঘ লাগে, চোখে ভাসে অঞ্জন
দেবীদের হাতে আজ দেবীর বিসর্জন।

শিবটাকে বলে দেব করতে অপেক্ষা...
পাঁচদিন পরপর বহু বায়নেক্কা
করব যে কাছে মা'র, মা যে আজ রূপময়
করো তাই শিগগিরি, নেই বেশি সে সময় !

ওরা বলে ফের হবে আসছে বছর কোন
মা যে মোর রাতদিন সঙ্গী সারাক্ষণ !

সিঁদুরের খেলা হয়, রাঙে মন মেঘময়
ঐশানী আকাশে পূবালির নেশা বয় !
মেঘে মেঘে হয় কথা, ফিরছে মা কৈলাস
অসুরটা বেসুরো কাঁদে ভরে নৈরাশ।

কনকাঞ্জলিতেও ডাকি উমা, 'ওমা শোন !'
ধূপ-ধুনো-ধুনুচির মনোমহারঞ্জন।

লালপেড়ে সাদা শাড়ি, গাল রাঙা সিঁদুরে
দর্পণে মুখ ঢাকে হৃদয়ের অদূরে...
আভরণে আবরণে ওড়ে নীলকণ্ঠ
আধুনিকা মনে তাই পুজো পুজো গন্ধ !

ভাসান কি যায় আর ভীষণ আপনজন !
দেবীদের হয় কি রে কখনো নিরঞ্জন ?

--- ৫/১০/২০২২ (বিজয়া দশমী), ক্যানিং