তুমি এলে অবহেলে
                   সময়ের চোখে রয়ে গেলে স্মৃতি হয়ে
এ হৃদয়ে রক্তমিছিল
                  পিছিল রাস্তা সময়ের স্রোতে বয়ে !

সম্ভাবনার সকল শিকল
                               সেই কবে খান খান
অনশনে আজ বন্দি সময়
                               অবশ অবস্থান।

মরুপথে আজ সময়মানবী
                                হেঁটে চলে বঙ্কিম
পরবাসী মেঘ, আকাশি আবেগ
                                সময় যে রক্তিম।
 
ধুয়েছে শিশির সময়ের গায়
                                চোখের আঁচলে চাঁদ
এখনও আছি সেই যে তোমার
                                নিষিদ্ধ দেবনাথ।

নভেম্বরের সেই মাহিনায়
                                শীতের কি আর্জি
সোহাগের গায় লেখা আছে নাম
                                 বেহাগ ব্যানার্জি !