আমার লেখা পড়বে কে গো একশো বছর পরে
বসন্ত ফের আসবে ফিরে শূন্য কবির ঘরে ।
ছাউনিটুকুর ব্যবস্থাতেও জুটবে না জানি খড়
চাউনিটুকুই সাঙ্গ হবে, সঙ্গী আপন পর !
আজ থেকে ওই একশো পরে থাকব না যবে আর
ঘুমের পাহাড় মেঘাদ্রিকে করবে অন্ধকার ।
আসব তখন আবার ফিরে হয়তো অন্য গায়
গায়ক হব এই বাংলার ছায়া পড়া কোন গাঁয় !
পাহাড় মহান থাকবে চেয়ে, তলায় সমুদ্দুর
হিমালয় থেকে আসবে চিঠি সপ্তসাগর দূর ।
অরণ্যদেব হয়তো স্বয়ং বসবে আমার পাশে
দক্ষিণ রায় করবে সালাম সুন্দর সন্ত্রাসে !
হাসব তখন অখিল হাসি, একটু কষ্ট খুব
হতেও পারে জন্য তোমার ভাগ্যের বিদ্রুপ ।
যখন ছিলাম দু'চোখ মেলে, মিলল না এই হাসি
এখন যখন ঘুমাচ্ছি কও তোমায় ভালোবাসি !
--- ২৯/০৫/২০২২, বীরনগর