একটি ধুলোর কণা
হঠাৎ এল চোখে ভেসে
নিস্তব্ধ ইশারায়
জানান দিল নিজেকে।
জানলায় আঁটা খিল
একটুখানি ফাঁক,
আলোর ছায়াপথে
সে হাঁটে একা
একটি ধুলোর কণা।
জীবনের অন্তিম বিরহে
অবিচ্ছেদ্য বন্ধু
যেমন হাতড়েছিল আমায়,
সে হাতড়ায়
সেই আলোকে ;
আলোর ছায়াপথ
ধরে হেঁটে যায় সে একা
ঘোর একা।
অন্ধ জীবনানন্দ
গায় না ধুলোর গান,
সে ধুলোও তো রূপসী বাংলার !
একটি অন্ধ ঘর
আমি ভাবন্তুক
বসে ভাবি কতও কিছু !
আমিও একা সেই ধুলোটির মতো।
--- ৬/১১/২০২২, ক্যানিং