তোমায় দেখি তিন মাস পর
হঠাৎ পুকুরপাড়ে,
অপেক্ষাতে দাঁড়িয়ে আছো
ভীষণ অন্ধকারে !
কেমন যেন অস্থিরতায়
উঠল কেঁপে বুক,
ভালোবেসে হয়েছি ভীতু
এ যে মরণসুখ ।
একটু যদি এগিয়ে যেতাম
হত কি আজ কথা ?
হয়তো বা সেই আগের মতোই
লড়তাম অযথা !
হয়তো বা সেই আগের মতোই
তোমায় নিয়ে স্রোতে
ভেসে যেতাম মাতলা নদীর
মিশ্র তমিস্রতে...
হয়তো তুমি বলতে আবার
আমায় দেখে চুপ
"ভালোবাসো ?" ভালোবাসি ।
ভাগ্যের বিদ্রুপ
ঘটে যেত হয়তো আবার
এমনিভাবেই শেষে,
দূরের থেকেই দেখতে হত
তোমায় এসে এসে !
তোমায় দেখি তিন মাস পর,
আসব আবার ফিরে ---
হৃদয়টুকু বেঁধে গেলাম
এই ভাঙনের তীরে...
আসতে হবেই ফিরে আবার
এইখানে এইভাবে
দেখতে তোমায় অন্ধকারে
হঠাৎ মিলিয়ে যাবে ।
শান্ত জলে পাব না যখন
খুঁজে তোমার ছায়া ---
প্রশ্ন হবে তোমার কাছে
সব কি তবে মায়া ?
--- ২৩.০৯.২৪ / ক্যানিং