আলো আসে, আলো যায়
নিভে যায় মোমবাতি,
অপ্সরা আলোহারা
হারায় শখের সাথী।
নিভে যায় সেই রাত
যার কাছে ছিলি বসে,
তারাদের চাঁদোয়ায়
চাঁদ গেছে কবে খসে !
নিভৃতে কিছুজন
এখনও বোধ হয় হাসে,
বেঁচে আছি আমি এই
ওদের দীর্ঘশ্বাসে।
দীর্ঘ তারার দেশে
দীর্ঘ তিমিরচয়,
মরুদেশে মেরুপ্রভা
সময়ের অপচয় !
--- ২৪ ডিসেম্বর, ২২ | কলকাতা