ভেবেছিলাম তোকে আগলাব সারাদিন
যতন করে করব আমার মতন
আমার যত ব্যথার পরে তুই যেন মরফিন
মাদক এখন ঔষধী আর ওষুধ মদের মতন !
বোয়েমবন্দি পোয়েমগুলো এখন ভারি একা
ব্যথার ইথার সারাক্ষণ ওই ছুটছে তুফান বেগে
কোন রূপকার হাসছে দ্যাখো, চোখের কোণে ছ্যাঁকা
লাগছে যখন বাষ্পগুলো উঠছে হঠাৎ রেগে।
সময় এখন আমার কাছে আরোই বেশি ঋণী
ঋণের বোঝা ঘাঁড়ে করে ছুটছে সে অ্যাটলাস
গলব্লাডারের ক্যালকুলাসেও হার মানে কিডনি
কোলেসিস্টিক হার্টের ওষুধ মিলল না অ্যাট লাস্ট !
আবেগগুলো অনেক দামি, দম্ভ তবু কম
আবেশহারা শব্দগুলো এখন বিযুক্তি
খুব নিরাপদ নই যে আমি, বড়োই অক্ষম
তোর কাছে তাই বন্দি হয়েই আমার যে মুক্তি।