আমি একজন ঈশ্বর ভাড়া করবো;
যার কাছে ভাঁড়ামি, চাটুকারিতা শব্দগুলো জনপ্রিয়।
যে কি না নিজেকে বুদ্ধিমানভাবে অথচ
সে চালাক শব্দের ধারে কাছেই নাই।
আমি তাকে এ্যামোনভাবে নিয়ন্ত্রণ করবো যাতে আমার দ্বারা আমিই নিয়ন্ত্রিত হতে পারি;
আমার জীবন বিধানগুলোই তার বিধান হয়।
আমি একজন ঈশ্বর পালবো;
যে কিনা আমার সেবায় সর্বদা নিয়োজিত।
সুতরাং আমার একজন ঈশ্বর চাই।
(পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার আপন মর্জি মতো চলে। যেহেতু মন ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষই ঈশ্বর।)
- ভোর, ০৩.৫০.
২৫ পৌষ, ২০১৫