আমি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল দেখিনি।
তাই বলে যে আমি শনি দেখিনি তা নয়।
আমার কপালের ভাজগুলোই যে শনির বলয়।

আমি ক্রোধ, দুঃখ, হতাশা, কষ্ট দেখিনি।
তাই বলে যে আমি বেদনার রঙ জানি না তা নয়।
কেননা, কিছু পুরোনো কাঠখড় টাইপের স্মৃতি দিয়ে পুড়ছে আমার হৃদয়।

আমি ঘর, বাড়ি, প্রকৃতি, বাংলাদেশ দেখিনি।
তাই বলে যে আমি পৃথিবী কি জানিনা, তা নয়।
কারণ, আমার কাছে পৃথিবী মানে তুমি এবং শুধু তুমিময়।


(জানুয়ারি ১২, ২০১৪)